আসসালামু আলাইকুম 📖কুরআনের যে আয়াত গুলো আমাদেরকে ধৈর্যশীল হতে সাহায্য করে এবং অন্তরে প্রশান্তি সৃষ্টি করে। 👉আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। (((সূরা ত্বলাক : ৭))) 👉নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। (((সূরা ইনশিরাহ : ৬))) 👉আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি। (((সূরা ইউসুফ : ৮৬))) 👉জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে। (((সূরা বাক্বারা : ২১৪))) 👉একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ((( সূরা ইউসুফ : ৮৭))) 👉আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না। (((সূরা বাক্বারা : ২৮৬))) 👉এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। (((সূরা বাক্বারা : ১৫৫))) 👉হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। ‌‌(((সূরা বাক্বারা : ১৫৩))) 👉হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। (((সূরা মারইয়াম:৪))) ইয়া আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এসকল আয়তের উপর পরিপূর্ণ আস্থা রাখার তাওফিক দান করুন । আমিন সুম্মা আমিন 🤲🤲🤲


 

Comments