••••••••••••••••••••••সমাধান•••••••••••••••••••••• ◾️ রাস্তায় চলার সময় বেগানা নারীর দিকে নজর পড়ে যায়...কি করা যায়❓❓❓❓ ➡️ আপনার নফস্ শয়তানের বশে আছে, তাই এমন হচ্ছে।এখন থেকে যখনই বেগানা নারীর দিকে চোখ পড়বে, তখনই জিকিরের আমল করুন।৩৩ বার আলহামদুলিল্লাহ,৩৩ বার সুবাহানআল্লাহ,৩৪ বার আল্লাহু আকবর । মোট ১০০ হবে। একটু কষ্ট হবে প্রথম প্রথম। তবে আপনি এভাবে আমল করতে থাকলে একসময় শয়তান আপনার পিছু ছেড়ে দিবে ইনশাআল্লাহ ।আপনি গুনাহ মুক্ত হয়ে যাবেন। ◾️ নামাযে মনোযোগ দিতে পারেন না...কি করা যায়❓ ➡️ যত ওয়াক্ত নামাযে আপনি এ সমস্যার সম্মুখীন হবেন তত ওয়াক্তে ৪ রাকাত করে বেশি নফল পড়ুন ইনশাআল্লাহ শয়তান আর আপনাকে গোমরাহ করতে পারবে না। ◾️ফজরের নামাযে উঠতে পারেন না….কি করা যায়❓ ➡️ আপনি নিয়ত করুন যেদিন ফজরের নামাজ মিস হবে সেদিন সারাদিনই জিকির করবেন এবং কমপক্ষে ২০ রাকাত বাড়তি নফল নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আর মিস হবে না।শয়তান আপনাকে ত্যাগ করবে। ◾️ মসজিদে দান করতে চান কিন্তু ধনীদের মত ফ্যান,এসি,থাই গ্লাস এসব দিতে পারেন না...কি করা যায় ❓ ➡️ আপনি প্রথমে নিয়ত করুন মৃত্যু পর্যন্ত প্রতিদিন ১০ টাকা করে দান করবেন।এখন আপনি যদি আরও ৩০ বছর বাঁচেন,তাহলে ভাবুন আপনার দান কত টাকা হবে!! এটার পরিমান কি কোন ধনীর চেয়ে কম হবে!!!!! আল্লাহ আমাদের আমলগুলো করার তৌফিক দিন।আমিন।


 

Comments

Post a Comment