Posts

Showing posts from October, 2020

https://link.zalinks.com/hGrgpR

••••••••••••••••••••••সমাধান•••••••••••••••••••••• ◾️ রাস্তায় চলার সময় বেগানা নারীর দিকে নজর পড়ে যায়...কি করা যায়❓❓❓❓ ➡️ আপনার নফস্ শয়তানের বশে আছে, তাই এমন হচ্ছে।এখন থেকে যখনই বেগানা নারীর দিকে চোখ পড়বে, তখনই জিকিরের আমল করুন।৩৩ বার আলহামদুলিল্লাহ,৩৩ বার সুবাহানআল্লাহ,৩৪ বার আল্লাহু আকবর । মোট ১০০ হবে। একটু কষ্ট হবে প্রথম প্রথম। তবে আপনি এভাবে আমল করতে থাকলে একসময় শয়তান আপনার পিছু ছেড়ে দিবে ইনশাআল্লাহ ।আপনি গুনাহ মুক্ত হয়ে যাবেন। ◾️ নামাযে মনোযোগ দিতে পারেন না...কি করা যায়❓ ➡️ যত ওয়াক্ত নামাযে আপনি এ সমস্যার সম্মুখীন হবেন তত ওয়াক্তে ৪ রাকাত করে বেশি নফল পড়ুন ইনশাআল্লাহ শয়তান আর আপনাকে গোমরাহ করতে পারবে না। ◾️ফজরের নামাযে উঠতে পারেন না….কি করা যায়❓ ➡️ আপনি নিয়ত করুন যেদিন ফজরের নামাজ মিস হবে সেদিন সারাদিনই জিকির করবেন এবং কমপক্ষে ২০ রাকাত বাড়তি নফল নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আর মিস হবে না।শয়তান আপনাকে ত্যাগ করবে। ◾️ মসজিদে দান করতে চান কিন্তু ধনীদের মত ফ্যান,এসি,থাই গ্লাস এসব দিতে পারেন না...কি করা যায় ❓ ➡️ আপনি প্রথমে নিয়ত করুন মৃত্যু পর্যন্ত প্রতিদিন ১০ টাকা করে দান করবেন।এখন আপনি যদি আরও ৩০ বছর বাঁচেন,তাহলে ভাবুন আপনার দান কত টাকা হবে!! এটার পরিমান কি কোন ধনীর চেয়ে কম হবে!!!!! আল্লাহ আমাদের আমলগুলো করার তৌফিক দিন।আমিন।

Image
 

~আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো। -দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর -পক্ষ হতে রহমত মনে হবে।

Image
 

আসসালামু আলাইকুম 📖কুরআনের যে আয়াত গুলো আমাদেরকে ধৈর্যশীল হতে সাহায্য করে এবং অন্তরে প্রশান্তি সৃষ্টি করে। 👉আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। (((সূরা ত্বলাক : ৭))) 👉নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। (((সূরা ইনশিরাহ : ৬))) 👉আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি। (((সূরা ইউসুফ : ৮৬))) 👉জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে। (((সূরা বাক্বারা : ২১৪))) 👉একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ((( সূরা ইউসুফ : ৮৭))) 👉আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না। (((সূরা বাক্বারা : ২৮৬))) 👉এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। (((সূরা বাক্বারা : ১৫৫))) 👉হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। ‌‌(((সূরা বাক্বারা : ১৫৩))) 👉হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। (((সূরা মারইয়াম:৪))) ইয়া আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এসকল আয়তের উপর পরিপূর্ণ আস্থা রাখার তাওফিক দান করুন । আমিন সুম্মা আমিন 🤲🤲🤲

Image
 

সত্যি অবাক করার মত একটাভিডি।

Image