জাহান্নাম কেমন হবে ? _____________________________________ ০১| জাহান্নামের গভীরতা এমন যে, এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে। বিচারের দিন জাহান্নাম কে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল ৭০ হাজার ফেরেশতা বহন করবেন। ০২| জাহান্নামে চাঁদএবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে। ০৩| জাহান্নামবাসীর শরীরের চামড়া ১২৬ ফুট পুরো করে দেওয়া হবে যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়, তাদের শরীরে আরও থাকবে তিল যার একএকটি হবে উহুদ পাহাড়ের সমান। আর জাহান্নামবাসীর বসারজায়গা হবে মক্কা থেকে মদীনা পর্যন্ত দূরত্বের সমান। ০৪| প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ করা হবে। ০৫| জাহান্নামের খাদ্য হবে কাঁটা যুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি, পুঁজ, পুঁজও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল, এরপরও জাহান্নামবাসীর পিপাসা এতবেশি হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে। ০৬| জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব অনন্ত কালধরে চলতে থাকবে, জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালাতে চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে। হে আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে রক্ষা কর । আমীন...।


 

Comments

Popular posts from this blog

••••••••••••••••••••••সমাধান•••••••••••••••••••••• ◾️ রাস্তায় চলার সময় বেগানা নারীর দিকে নজর পড়ে যায়...কি করা যায়❓❓❓❓ ➡️ আপনার নফস্ শয়তানের বশে আছে, তাই এমন হচ্ছে।এখন থেকে যখনই বেগানা নারীর দিকে চোখ পড়বে, তখনই জিকিরের আমল করুন।৩৩ বার আলহামদুলিল্লাহ,৩৩ বার সুবাহানআল্লাহ,৩৪ বার আল্লাহু আকবর । মোট ১০০ হবে। একটু কষ্ট হবে প্রথম প্রথম। তবে আপনি এভাবে আমল করতে থাকলে একসময় শয়তান আপনার পিছু ছেড়ে দিবে ইনশাআল্লাহ ।আপনি গুনাহ মুক্ত হয়ে যাবেন। ◾️ নামাযে মনোযোগ দিতে পারেন না...কি করা যায়❓ ➡️ যত ওয়াক্ত নামাযে আপনি এ সমস্যার সম্মুখীন হবেন তত ওয়াক্তে ৪ রাকাত করে বেশি নফল পড়ুন ইনশাআল্লাহ শয়তান আর আপনাকে গোমরাহ করতে পারবে না। ◾️ফজরের নামাযে উঠতে পারেন না….কি করা যায়❓ ➡️ আপনি নিয়ত করুন যেদিন ফজরের নামাজ মিস হবে সেদিন সারাদিনই জিকির করবেন এবং কমপক্ষে ২০ রাকাত বাড়তি নফল নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আর মিস হবে না।শয়তান আপনাকে ত্যাগ করবে। ◾️ মসজিদে দান করতে চান কিন্তু ধনীদের মত ফ্যান,এসি,থাই গ্লাস এসব দিতে পারেন না...কি করা যায় ❓ ➡️ আপনি প্রথমে নিয়ত করুন মৃত্যু পর্যন্ত প্রতিদিন ১০ টাকা করে দান করবেন।এখন আপনি যদি আরও ৩০ বছর বাঁচেন,তাহলে ভাবুন আপনার দান কত টাকা হবে!! এটার পরিমান কি কোন ধনীর চেয়ে কম হবে!!!!! আল্লাহ আমাদের আমলগুলো করার তৌফিক দিন।আমিন।